স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: অধিনায়ক মাশরাফী বিন মোর্তজার বিদায়ী ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের সেঞ্চুরিতে সিলেটে বৃষ্টি আইনে তৃতীয় ওয়ানডেতে ১২৩ রানে জিতেছে টাইগাররা। স্কোর: বাংলাদেশ ৩২২/৩ (৪৩ ওভার), জিম্বাবুয়ে ২১৮। আর এই সাথে অধিনায়কত্বের ইতি টানা মাশরাফী বিন মোর্ত্তুজাকে দিয়ে আবারও জয়ের স্বাদ পেলো বাংলাদেশ দল। বৃষ্টি আইনে ১২৩ রানের দাপুটে জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো লাল-সবুজের দল।লিটনের ১৭৬, তামিমের অপরাজিত ১২৮, দুজনের জোড়া সেঞ্চুরিতে রেকর্ডবন্যার সাথে বিশাল পুঁজি গড়ে জিম্বাবুয়েকে সাড়ে তিনশর কাছের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। মঞ্চটা গড়া হয়ে যায় তাতেই।
প্রথম ইনিংসের সময় বৃষ্টি বিরতিতে ৭ ওভার কমে আসা ম্যাচে সিলেটে তৃতীয় ওয়ানডেতে ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রান তুলেছিল বাংলাদেশ। বৃষ্টি আইনে সফরকারীদের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ৩৪২। জিম্বাবুয়ে ৩৭.৩ ওভারে যেতে পারে ২১৮ পর্যন্ত।
বাংলাদেশ-৩২২/৩ (৪৩), জিম্বাবুয়ে-২১৮ (৩৭.৩)
গত সপ্তাহে সিরিজের একমাত্র টেস্টে সাড়ে তিনদিনে জেতা টাইগাররা আত্মবিশ্বাসে অনেকটা এগিয়ে থেকে প্রথম ওয়ানডেতে তুলেছিল ১৬৯ রানের বিশাল জয়। পরের ম্যাচে লড়ে এনেছে ৪ রানের জয়। এক ম্যাচ হাতে রেখেই জিতেছে সিরিজ। শুক্রবার সম্পূর্ণ করল হোয়াইটওয়াশ।
সঙ্গে নেতৃত্বে জয়ের ফিফটি পূর্ণ করেছেন ম্যাশ। তার অধীনে ৮৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ঠিক ৫০টিতে। সাফল্যের হার ৫৭.৬৪ শতাংশ। ওয়ানডেতে সর্বোচ্চ ৪৪ রানে ৫৮৭ রানও আছে তার অধিনায়ক হিসেবে। টেস্টে একটি ও টি-টুয়েন্টিতে ২০ ম্যাচে ১০ জয় আছে মাশরাফীর অধিনায়ক হিসেবে।
মাশরাফী অধিনায়কত্বের শেষ ম্যাচে নিয়েছেন এক উইকেট। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অধিনায়ক হয়ে একশ বা তারবেশি উইকেট নিয়ে শেষ টানলেন তিনি। অধিনায়ক হিসেবে তার নামের পাশে ১০২ উইকেট থাকল। ওয়ানডেতে অবশ্য ২৭০ উইকেট ম্যাশের, যা বাংলাদেশের সর্বোচ্চ।