ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। শুধু সাধারণ রোগীই নয়, দেশটিতে এই ভাইরাসের সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইতালির স্বাস্থ্যবিষয় সংস্থা এফএনওএমসিইও জানিয়েছে, ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সেখানে একশ’ জন চিকিৎসক মারা গেছেন করোনায় আক্রান্ত হয়েছে।
সংস্থাটির একজন মুখপত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, কভিড-১৯ এ একশ জন চিকিসক মারা গেছেন, হয়তো তারচেয়ে বেশিই।
ইলিয়ান গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ৩০ জনের অধিক নার্সেরও মৃত্যু হয়েছে।
এফএনওএমসিইও’র প্রেসিডেন্ট ফিলিপ্পো আনেল্লি বলেন, আমরা আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের বিনা সুরক্ষায় করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঠাতেই পারি কিন্তু সেটা অশোভন লড়াই।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে করোনায় মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫৭০ জনের। সব মিলিয়ে দেশটিতে ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।