শুক্রবার সকাল থেকেই টানা কয়েক ঘণ্টা রাজধানীজুড়ে হয় ঝুম বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিন সাপ্তাহিক ছুটি থাকায় স্কুল–কলেজের শিক্ষার্থীসহ বেশির ভাগ চাকুরিজীবিদের ঘর ছাড়ার প্রয়োজনীয় হয়নি। তবে জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যারা পথে নেমেছেন, তারা প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন।
সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তায়এমন পানি জমেছে। দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী।
সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তায়এমন পানি জমেছে। দেখে বোঝার উপায় নেই রাস্তা না নদী।
রাস্তায় পানি জমে থাকায় কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতার ফলে মহানগরজুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন।
কোনো কোনো সড়কে রিকশার পাদানির উপর পানি ওঠায় ব্যাটারিচালিত রিকশার মোটর বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া রিকশাগুলো সড়ক দিয়ে টেনে নিতে দেখা গেছে চালকেরা। এ ছাড়া নবাবপুর, বংশাল, ইসলামপুর এলাকায় অনেক সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে থেমে গেছে।
পুরান ঢাকায় পানি নিষ্কাশনব্যবস্থা খুবই খারাপ। ড্রেন ও সুয়ারেজ লাইনগুলো থেকে ময়লা পরিষ্কার না করায় বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে না। একই অবস্থা দেখা গেছে হাজারীবাগ মোড় থেকে ট্যানারি মোড়ের দিকের সড়কে। হাজারীবাগ নতুন রাস্তাটির কাঁচাবাজার মোড় থেকে উত্তর দিকে সিঙ্গারের তিন রাস্তার মোড় পর্যন্ত পুরোটাই হাঁটুপানিতে তলিয়ে গেছে। জুমার নামাজ আদায় করতে যেতে প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে মুসল্লিদের।
এদিকে জলাবদ্ধতা থেকে বাদ যায়নি প্রধান বিচারপতির বাসভবনও। সকালের কয়েকঘণ্টা বৃষ্টিতে প্রধান বিচারপতির বাসভবনের আঙ্গিনা পুরোপুরি ডুবে থাকতে দেখা যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফকিরেরপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, তোপখানা রোড, মৎস্যভবন, কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণী, নিউমার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, মিরপুরের রোকেয়া সরণি, পুরোনো ঢাকার দয়াগঞ্জ মোড়, বংশাল, নিমতলীর টোয়েনবি সার্কুলার রোড জলাবদ্ধ হয়ে পড়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি। এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। এর আগে ঘূর্ণিঝড় রিমালের সময় গত ২৭ মে রাজধানীতে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ২২৪ মিলিমিটার।