মহানবী মুহাম্মদ (সা.)-এর সমাধি পবিত্র রওজা শরিফ জিয়ারতের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সৌদি আরব। পবিত্র এ স্থানে মাত্র ১০ মিনিট অবস্থান করা যাবে। তা ছাড়া অনলাইন নিবন্ধনের মাধ্যমে বছরে শুধুমাত্র এক বার তা জিয়ারত করা যাবে।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি এক বিবৃতিতে এ নির্দেশনা জানিয়েছে।
রওজা শরিফ জিয়ারতে ‘নুসুক’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপ দিয়ে বুকিং দিতে হবে এবং সুনির্দিষ্ট বারকোড ব্যবহার করে সেখানে প্রবেশ করতে হবে।
বিবৃতিতে বলা হয়, কেউ নির্ধারিত সময়ে রওজা শরিফ জিয়ারত করতে না পারলে অবশ্যই তা বাতিল করতে হবে। যেন অন্য কেউ সেই সুযোগ গ্রহণ করতে পারে। আর বাতিল না করলে পুরো এক বছর পর পুনরায় নিবন্ধন করে জিয়ারতের সুযোগ পাবে।
তাতে আরো বলা হয়, রওজা শরিফ জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নামাজ পড়া সব মিলিয়ে নির্ধারিত সময় ১০ মিনিট। এ সময়ের মধ্যেই সেই স্থান ত্যাগ করতে হবে এবং অন্যদের জিয়ারতের সুযোগ দিতে হবে। যেন রওজার সামনে মুসল্লিদের প্রচণ্ড ভিড় তৈরি না হয়। তা ছাড়া জিয়ারতের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে মসজিদে নববি প্রাঙ্গণে এবং ১৫ মিনিট আগেই নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
এর আগে গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মুসল্লিরা বছরে একবার পবিত্র রওজা শরিফ জিয়ারতের অনুমতি পাবে। ৩৬৫ দিন পর পুনরায় তা জিয়ারত করতে নিবন্ধন করতে পারবে।
বিশ্বের অসংখ্য মুসলিম হজ ও ওমরাহ করতে মক্কার পবিত্র মসজিদুল হারামে যান। এরপর তাঁরা মদিনায় গিয়ে পবিত্র মসজিদে নববিতে নামাজ পড়েন। এরপর মহানবী মুহাম্মদ (সা.)-এর কবর জিয়ারত করতে রওজা শরিফে যান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। পবিত্র হজ করতে ইতিমধ্যে বিভিন্ন দেশের ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এবার সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
সূত্র: সৌদি গেজেট